ঈশ্বরদীতে ৫ দিন-ব্যাপী ফ্রি আউটসোর্সিং কর্মশালা

গতানুগতিক চাকুরীতে আটকে না থেকে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছামত কাজ করার একটি জনপ্রিয় মাধ্যম হল ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। বর্তমানে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পেশার সাথে যুক্ত। তবে অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও এই ফিল্ডে সুবিধা করতে পারছেন না। সেই উদ্দেশ্যেই সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আমাদের এই ৫ দিন-ব্যাপী ফ্রি কর্মশালার আয়োজন। সবার জন্য উন্মুক্ত এই কর্মশালায় ফ্রিল্যান্সিং-বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।

কাদের জন্য এই কর্মশালা?

  • যারা বেকারত্বকে নিজের চেষ্টায় জয় করতে চান।
  • যারা অনলাইনে ব্যবসা বা ফ্রিল্যান্সিং করতে চান।
  • যারা ফ্রিল্যান্সিং আগ্রহী কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না।
  • যারা ঘরে বসেই মাসিক বা দৈনিক আয় করতে চান।
  • যারা পড়াশুনা বা চাকুরীর পাশাপাশি পার্ট-টাইম একটা আর্নিং সোর্স খুঁজছেন।

কি কি বিষয়ে আলোচনা হবে?

  • বাংলাদেশে আউটসোর্সিংয়ের সম্ভাবনা ও ভবিষ্যৎ।
  • ফ্রিল্যান্সিং-বিষয়ক কাজের পরিধি।
  • কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন।
  • বিভিন্ন বিখ্যাত অনলাইন মার্কেট-প্লেসের সঙ্গে পরিচিতি।
  • কোন বিষয়ে কাজ করলে আপনি সফল হবেন।
  • কাজ কিভাবে শিখবেন ও নিজের দক্ষতা কিভাবে বাড়াবেন।
  • আউটসোর্সিং বিষয়ক বিভিন্ন প্রতারণা।

যা শেখানো হবে?

  • কিভাবে একটি নিখুঁত ও আকর্ষণীয় প্রোফাইল তৈরি করবেন।
  • কিভাবে সার্চ ফিচার ব্যবহার করে কাজ খুঁজবেন।
  • কিভাবে একটি কভার লেটার লিখবেন।
  • কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন।
  • কিভাবে তিনজন বা চারজন মিলে একটা টিম হিসেবে কাজ করবেন।
  • কিভাবে উপার্জিত অর্থ উত্তোলন করবেন।

এছাড়াও পর্যায়ক্রমে ওয়েব রিসার্চ ও ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্টে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং ব্লগ ও আর্টিকেল রাইটিং বিষয়ে আলোচনা করা হবে।

বিষয়-ভিত্তিক আলোচনার টপিকস

১ম_দিন (সেমিনার) --- ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি, আউটসোর্সিংয়ের সম্ভাবনা ও ভবিষ্যৎ, অনলাইন মার্কেট-প্লেসের সঙ্গে পরিচিতি, এবং আউটসোর্সিং বিষয়ক বিভিন্ন প্রতারণা ।

২য়_দিন --- আউটসোর্সিং-বিষয়ক কি কি কাজ পাওয়া যায়, কিভাবে শুরু করবেন, কোন বিষয়ে কাজ করবেন, নিজের দক্ষতা কিভাবে বাড়াবেন, এবং ওয়েব ডেভেলপমেন্টে বেসিক ধারণা।

৩য়_দিন --- সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কিভাবে ওয়েব রিসার্চ করবেন, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করবেন।

৪র্থ_দিন --- ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং ব্লগ ও আর্টিকেল রাইটিং।

৫ম_দিন --- প্রোফাইল তৈরি, সার্চ ফিচার ব্যবহার করা, কভার লেটার রাইটিং, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, এবং অর্থ উত্তোলন।

#কর্মশালাটি পরিচালনা করবেন Imtiaz Ibne Alam, যিনি ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী হিসেবে গত ৬ বছর ধরে বিভিন্ন অনলাইন মার্কেট-প্লেসে সফলতার সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন মার্কেট-প্লেস PeoplePerHour এর একজন Top-CERT ফ্রিল্যান্সার এবং ওই মার্কেট-প্লেসের বিশ্বব্যাপী র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫০০ ফ্রিলান্সারদের একজন।

#কর্মশালায় ওয়েব ডেভেলপমেন্টের বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করবেন Md Alam, যিনি Realwebcare এর ম্যানেজিং পার্টনার এবং TiPS4BLOG এর প্রতিষ্ঠাতা ও লেখক। তিনি মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। আলোচনাতে তিনি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বেসিক বিষয় নিয়ে বলবেন, যেমন ওয়ার্ডপ্রেস প্লাগিন এবং থিম ডেভেলপমেন্ট কি এবং মার্কেট-প্লেসে এগুলো দিয়ে কিভাবে সুফল পাওয়া যায়।

রাজশাহী থেকে আমাদের এই কর্মশালায় যোগ দিচ্ছেন Shahariare Rahman Shovon ভাই, যিনি ThemeBite এর প্রধান কর্ণধার এবং হেড অফ আইডিয়া। তিনি দীর্ঘদিন যাবত সফলতার সাথে বিভিন্ন অনলাইন মার্কেট-প্লেসে ফ্রিল্যান্সিং করে আসছেন। তিনি মূলত ফ্রণ্ট-এন্ড ওয়েব ও #ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। কর্মশালাতে তিনি আমাদেরকে উনার মূল্যবান সময় দিয়ে কৃতজ্ঞ করবেন। আশা করি উনি উনার অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আমাদের কর্মশালাকে আরও সফল করে তুলবেন।

রাজশাহী থেকে আমাদের এই কর্মশালায় আরোও যোগ দিচ্ছেন Golam Ehtesham ভাই, যিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন অনলাইন মার্কেট-প্লেসে সফলতার সাথে কাজ করছেন, তবে তিনি মার্কেট-প্লেসের বাইরে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে সরাসরি কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন। বর্তমানে তিনি Texlab IT এর লিড ট্রেইনার, এবং সরকারের লার্নিং এন্ড লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পেও তিনি একজন সিনিয়র গ্রাফিক্স ডিজাইন ট্রেইনার হিসেবে কাজ করছেন।